এইচএসসি সকল বিভাগের বইয়ের তালিকা

আসসালামু আলাইকুম । কেমন আছেন শিক্ষার্থী বন্ধুরা? তোমরা যারা এসএসসি পরীক্ষা দিয়ে পাস করে এইচএসসি তে ভর্তি হতে চাচ্ছো না এইচএসসি তে ভর্তি হয়েছো, তাহলে আজকের এই আর্টিকেলটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। কারণ আজকে আমরা আলোচনা করব এসএসসি এর সকল বিভাগের বইয়ের তালিকা নিয়ে।

একজন শিক্ষার্থীর অবশ্যই বইয়ের তালিকা জানা খুবই গুরুত্বপূর্ণ। এইচএসসি তে ভর্তি হওয়ার পর শিক্ষার্থীদের মাথায় দুশ্চিন্তা শুরু হয় বই কেনা নিয়ে। দুশ্চিন্তার কিছু কারণ হতে পারে তার মধ্যে একটি কারণ বইয়ের তালিকা না জানা। বইয়ের তালিকা না জানা থাকলে বই কিনতে গেলে অনেক অসুবিধার সম্মুখীন হতে হয়। আজকে আমরা বিজ্ঞান মানবিক এবং ব্যবসা বিভাগের এইচএসসির সকল বইয়ের তালিকা দিবো। অবশ্যই মনোযোগ সহকারে পড়বেন।

একাদশ এবং দ্বাদশ শ্রেণীর সকল বিভাগের বইয়ের তালিকা । HSC Book List Science, Arts, Commerce

hsc book list

এসএসসি কিছু বই রয়েছে আবশ্যিক, যে বইগুলো বিজ্ঞান মানবিক এবং ব্যবসা বিভাগের সকল শিক্ষার্থীর থাকে। একাদশ-দ্বাদশ শ্রেণি বা এইচএসসিতে মোট পাঁচটি আবশ্যিক বিষয় রয়েছে। এই পাঁচটি আবশ্যিক বিষয় সকল বিভাগের ছাত্রীদের পড়তে হয়। এছাড়া আরো কিছু বই রয়েছে। তার মধ্যে বিভাগ অনুযায়ী তিনটি main subject নিতে হবে। আরো একটি বই চয়েজ করে নিতে হবে চতুর্থ বিষয় হিসেবে। প্রতিটা বইয়ের প্রথম এবং দ্বিতীয় পত্র রয়েছে। শুধু একটি বইয়ের দ্বিতীয় পত্র নাই। সেই বইটি হলো: "তথ্য ও যোগাযোগ প্রযুক্তি" । তথ্য ও যোগাযোগ প্রযুক্তি একটি আবশ্যিক বিষয়। বিজ্ঞান মানবিক ব্যবসা সকল বিভাগের জন্য তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বইটি থাকবে। এসএসসিতে তোমরা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বইটি নিশ্চয়ই পড়েছ। এসএসসিতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বইয়ের পরীক্ষা দিতে হতো ৫০ মার্ক এর।

কিন্তু এইচএসসির ক্ষেত্রে চিত্র ভিন্ন রকম। এইচএসসিতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির বইয়ের পরীক্ষা দিতে হবে ১০০ মার্ক এর। তাই সেই হিসাবে প্রস্তুতি নেওয়ার প্রয়োজন। এসএসসিতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বইটি পড়া খুবই সহজ ছিল কিন্তু এইচএসসিতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির জন্য একটু বেশি মনোযোগ লাগবে। কারণ এইচএসসিতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বইটির মধ্যে কিছু গণিত থাকবে। যার জন্য অনেক শিক্ষাকে মনে করেন মানবিক বিভাগের একটি কঠিন বই তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। কিন্তু তুমি যদি ভালো করে পড়াশোনা করতে পারো তাহলে এই তথ্য ও যোগাযোগ প্রযুক্তি টি তোমার কাছে আমি মত সহজ হবে।

অনেক কথা হলো এবার দেখে নেওয়া নেয় এইচএসসির সকল বিভাগের বইয়ের তালিকা। প্রথমে শুরু করছে মানবিক বিভাগের বইয়ের তালিকা দিয়ে।

এইচএসসি সকল বিভাগের আবশ্যিক বিষয় সমূহ

  • বাংলা প্রথম পত্র
  • বাংলা দ্বিতীয় পত্র
  • ইংরেজি প্রথম পত্র
  • ইংরেজি দ্বিতীয় পত্র
  • তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

এই ৫টি বই বিজ্ঞান মানবিক এবং ব্যবসা সকলের বিভাগে জন্য থাকবে। তো এখানে একটি কথা বলে রাখা ভালো। এখানে পরীক্ষা দিতে হবে ৫টি বইয়ের কিন্তু রেজাল্ট পাবা ৩টি বইয়ের। অর্থাৎ বাংলা প্রথম পত্র ও দ্বিতীয় পত্র মিলে একটি রেজাল্ট আসবে এবং ইংরেজি প্রথম পত্র দ্বিতীয় পত্র মিলে একটি রেজাল্ট আসবে। আর তথ্য ও যোগাযোগ প্রযুক্তির বউয়ের একটি রেজাল্ট আসবে।

এইচএসসি মানবিক বিভাগের বইয়ের তালিকা । একাদশ দ্বাদশ শ্রেণীর মানবিক বিভাগের তালিকা

  • ভূগোল - ১ম পত্র
  • ভূগোল - ২য় পত্র
  • ইতিহাস - ১ম পত্র
  • ইতিহাস - ২য় পত্র
  • ইসলাম শিক্ষা - ১ম পত্র
  • ইসলাম শিক্ষা - ২য় পত্র
  • মনোবিজ্ঞান - ১ম পত্র
  • মনোবিজ্ঞান - ২য় পত্র
  • কৃষি শিক্ষা - ১ম পত্র
  • কৃষি শিক্ষা - ২য় পত্র
  • অর্থনীতি - ১ম পত্র
  • অর্থনীতি - ২য় পত্র
  • সমাজবিজ্ঞান - ১ম পত্র
  • সমাজবিজ্ঞান - ২য় পত্র
  • সমাজকর্ম - ১ম পত্র
  • সমাজকর্ম - ২য় পত্র
  • যুক্তিবিদ্যা - ১ম পত্র
  • যুক্তিবিদ্যা - ২য় পত্র
  • গার্হস্থ্য বিজ্ঞান - ১ম পত্র
  • গার্হস্থ্য বিজ্ঞান - ২য় পত্র
  • পৌরনীতি ও নাগরিকতা - ১ম পত্র
  • পৌরনীতি ও নাগরিকতা - ২য় পত্র
  • ইসলামের ইতিহাস ও সংস্কৃতি - ১ম পত্র
  • ইসলামের ইতিহাস ও সংস্কৃতি - ২য় পত্র

এখান থেকে তিনটি বিষয় main সাবজেক্ট হিসেবে নিতে হবে । আর একটি চতুর্থ বিষয় হিসেবে নিতে হবে। মোট চারটি বই নিতে হবে। চারটি বইয়ের প্রথম ও দ্বিতীয় পত্র মিলে মোট আটটি পরীক্ষা দিতে হবে। কিন্তু রেজাল্ট হবে চারটি। অর্থাৎ প্রথম পত্র ও দ্বিতীয় পত্র মিলে একটি রেজাল্ট আসবে। কৃষি শিক্ষা, গার্হস্থ্য বিজ্ঞান এই সকল বিষয়গুলো চতুর্থ হিসেবে নিতে পারবে। এছাড়া আরো কয়েকটি বিষয় চতুর্থ বিষয় হিসেবে নেওয়া যায়। বিভিন্ন কলেজে গার্হস্থ্য বিজ্ঞান বিষয়টি থাকে না।

এইচএসসি মানবিক বিভাগের বইয়ের তালিকা । একাদশ দ্বাদশ শ্রেণীর মানবিক বিভাগের তালিকা

  • পদার্থবিজ্ঞান - ১ম পত্র
  • পদার্থবিজ্ঞান - ২য় পত্র
  • রসায়ন - ১ম পত্র
  • রসায়ন - ২য় পত্র
  • জীববিজ্ঞান - ১ম পত্র
  • জীববিজ্ঞান - ২য় পত্র
  • উচ্চতর গণিত - ১ম পত্র
  • উচ্চতর গণিত - ২য় পত্র
  • পরিসংখ্যান - ১ম পত্র
  • পরিসংখ্যান - ২য় পত্র

এইচএসসিতে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের পদার্থবিজ্ঞান ও রসায়ন আবশ্যিক বিষয়। অর্থাৎ পদার্থবিজ্ঞান ও রসায়ন নেওয়াই লাগবে। পদার্থবিজ্ঞান এবং রসায়ন বাদেও আরো একটি মূল সাবজেক্ট নিতে হবে। বেশিরভাগ বিজ্ঞান শিক্ষার্থীরা মূল সাবজেক্ট হিসেবে নেয় পদার্থবিজ্ঞান, রসায়ন এবং জীববিজ্ঞান অথবা উচ্চতার গণিত। পদার্থবিজ্ঞান আর রসায়ন বাদে বাকি তিনটার মধ্যে থেকে একটি মূল সাবজেক্ট এবং একটি চতুর্থ বিষয় হিসেবে নিতে হবে।

এইচএসসি ব্যবসা বিভাগের বইয়ের তালিকা । একাদশ দ্বাদশ শ্রেণীর ব্যবসা বিভাগের তালিকা

  • হিসাববিজ্ঞান - ১ম পত্র
  • হিসাববিজ্ঞান - ২য় পত্র
  • ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা - ১ম পত্র
  • ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা - ২য় পত্র
  • ফিন্যান্স ব্যাংকিং ও বীমা - ১ম পত্র
  • ফিন্যান্স ব্যাংকিং ও বীমা - ২য় পত্র
  • উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন - ১ম পত্র
  • উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন - ২য় পত্র
  • অর্থনীতি - ১ম পত্র
  • অর্থনীতি - ২য় পত্র

এইচএসসিতে ব্যবসা বিভাগের শিক্ষার্থীরা উপরে যে কোন তিনটি বিষয় মূল সাবজেক্ট হিসেবে নিতে পারবে (প্রথম ও দ্বিতীয় পত্র সহ ১টি সাবজেক্ট) । এছাড়াও একটি বিষয় চতুর্থ বিষয় হিসেবে নিতে হবে।

এইচএসসিতে ব্যবসা বিভাগের চতুর্থ বিষয় সমূহ

  • কৃষি শিক্ষা - ১ম পত্র
  • কৃষি শিক্ষা - ২য় পত্র
  • গার্হস্থ্য বিজ্ঞান - ১ম পত্র
  • গার্হস্থ্য বিজ্ঞান - ২য় পত্র
  • ভূগোল - ১ম পত্র
  • ভূগোল - ২য় পত্র

কলেজ অনুযায়ী চতুর্থ বিষয় দিয়ে থাকে। বিভিন্ন কলেজে চতুর্থ বিষয়ে হিসেবে গার্হস্থ্য বিজ্ঞান এবং ভূগোল থাকে না ব্যবসা বিভাগের শিক্ষার্থীদের জন্য। সে ক্ষেত্রে চতুর্থ বিষয় হিসেবে কিছু শিক্ষা নিতে হবে।

নতুন বই কিনবেন নাকি পুরাতন বই কিনবেন?

কলেজে ভর্তি হওয়ার পর বেশিরভাগ মাথায় একটি প্রশ্ন আসে আর সেই প্রশ্নটি হলো: নতুন বই কিনবো নাকি পুরাতন বই কিনবো? আজকে আমি এই প্রশ্নের সহজ এবং কার্যকারী একটি উত্তর দিবো! যখন স্কুলে পড়াশোনা করতেন সেই সময় শিক্ষাবোর্ড কতৃক নির্ধারিত বই ছিল। শিক্ষা বোর্ডের বই গুলো বিনামূল্য শিক্ষার্থীদের দেওয়া হতো। সেই সুযোগ কলেজে থাকবে না। কলেজের বইগুলো তোমাদেরকে কিনে নিতে হবে। কলেজের নতুন বইগুলোর দাম অনেক বেশি বলা যায়। তাই নতুন বই কিনে টাকা নষ্ট ছাড়া আর কিছুই না। তাই আমি তোমাদেরকে সাজেস্ট করছি পুরাতন বই কিনবেন। কারণ এইচএসসি পরীক্ষা আগে নতুন টেস্ট পেপার বের হবে সেগুলো কেনা অনেক ভালো। কারণ টেস্ট পেপারে নতুন নতুন আরো অনেক প্রশ্ন সমস্যা সমাধান ইত্যাদি থাকবে। তাই আমার মনে হয় এখন পুরাতন বই কেনায় ভালো পরবর্তীতে নতুন টেস্ট পেপার কিনবেন। যদি বইয়ের কোনো প্রকার চেঞ্জ হয় তাহলে সেই বইটা নতুন কিনবেন।

আজকে আমরা যা জানতে পারলাম

আজকে আমরা এইচএসসি সকল বিভাগের বইয়ের তালিকা ও বই সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে পেরেছি। পরবর্তীতে পড়াশোনা বিষয়ে আরো নতুন নতুন আর্টিকেল নিয়ে আসবো। যদি কোন সমস্যা থাকে অথবা কোন কিছু জানার থাকে তাহলে কমেন্ট করুন অথবা আমাদের টেলিগ্রাম গ্রুপে মেসেজ করুন। এরকমই পড়াশোনা বিষয়ে বিস্তারিত তথ্য জানতে "টেক সময়" ব্লগে প্রতিদিন করবেন। ধন্যবাদ সবাইকে! আসসালামু আলাইকুম।

MD Rahul Islam

Welcome South Film Word Blog

Previous Post Next Post

Contact Form